[কারাপ্টেড এসডি কার্ড/মেমরি কার্ড ফিক্স করুন]

আমরা কম বেশি সবাই আমাদের হাতের স্মার্ট ফোনে এসডি কার্ড বা মেমরি কার্ড ব্যবহার করি। আমাদের ফোনে যে পরিমান ইন্টারনাল জায়গা থাকে তা দিয়ে আমাদের দরকারি সব ফাইল রাখার মতো স্পেস থাকে না।
আমরা অনেক আমাদের এসডি কার্ডটি সম্পূর্ণ ক্লিন করার জন্য ফরম্যাট করে থাকি। কিন্তু মাঝে মাঝেই এরকম প্রব্লেম দেখা যায় যে এসডি কার্ড ফরম্যাট হচ্ছে না। এর কারণ হয়তো ভাইরাস/ম্যালওয়ার রয়েছে। এ ধরণের এসডি কার্ড ঠিক করার জন্য নিম্নোক্ত সিস্ট্এম গুলো ট্রাই কঅরে দেখতে পারেন।
1. ফোন রিস্টার্ট দিনঃ
সাধারণত এমন হয়ে থাকে যে আমাদের স্মার্ট ফোনে এমন কিছু এপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান করে যেটা তার ডাটা এসডি কার্ডে স্টোর করে। তো আমরা যদি ফোন একবার শাটডাউন করে আবার অন করি তাহলে ব্যাকগ্রাউন্ডে সকল এপ্লিকেশন কাজ করা অফ করে দিবে।
2. কম্পিউটার দিয়ে ফরম্যাট:
এমন হয় যে কিছু এপ্লিকেশন ফোন রিস্টার্ট করার পরেও ব্যাকগ্রাউন্ডে রান করে থাকে এছাড়াও হতে পারে আপনার স্মার্ট-ফোনের কোনো ব্রাউজার বা অন্য কোনো আপে কিছু ডাউনলোড নিচ্ছে যেটার লোকেশন এসডি কার্ড! কিংবা অন্য কারণে আপনার ফোন এসডি কার্ড রিস্টার্ট ফরম্যাট করতে ফেইল্ড হতে পারে। তাই আপনি এসডি কার্ডটি কম্পিউটার ব্যবহার করে ফরম্যাট করতে পারেন।
কম্পিউটার দিয়ে করে ফরম্যাট করার জন্য প্রথমে এসডি কার্ডটি কার্ড রিডার ইউজ করে কম্পিউটারে কানেক্ট করুন।
এর পর পিসিতে This PC ওপেন করে এসডি কার্ডের উপর ক্লিক দিয়ে ফরম্যাট সিলেক্ট করুন।
3. কম্পিউটারে কমান্ড প্রোম্পট ইউজ করে ফরম্যাট করুন:
এর পরেও আপনি যদি ফরম্যাট করতে না পারেন তাহলে কম্পিউটারে কমান্ড প্রোম্পট দিয়ে ট্রাই করুন। কমান্ড প্রোম্পোট ইউজ করে আপনি করাপ্টেড এসডি কার্ড ফরম্যাট করে ফিক্স করতে পারেন! কমান্ড প্রোম্পট দিয়ে ফরম্যাট করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন:
উইন্ডোজ মেনু থেকে কমান্ড প্রোম্পোটের উপর রাইট ক্লিক দিয়ে ‘Run As Administrator‘ সিলেক্ট এসডি কার্ড/মেমরি কার্ড ফিক্স
১। ‘Diskpart‘ লিখে এন্টার ক্লিক করুন।
২। ‘List Disk‘ লিখে এন্টার ক্লিক করুন।
৩। আপনার সামনে ডিস্কের যে লিস্ট আছে সেটার দিকে মনোযোগ দিন, দেখুন এর মধ্যে আপনার এসডি কার্ড সহজে চেনা যাচ্ছে না। আপনার এসডি কার্ড যতো নাম্বারে থাকবে সে অনুযায়ী কমান্ড লিখে এন্টার দিতে হবে।
৪। ‘Clean‘ লিখে এন্টার দিন।
৫। ‘Create Partition Primary‘ লিখে এন্টার দিন ।
৬। ‘Select Partition 1‘ লিখে এন্টার প্রেস করুন।
৭। ‘Active‘ লিখে এন্টার প্রেস করুন।
৮। ‘Format fs = fat32 quick‘টাইপ করে ইন্টার প্রেস দিন। এর পর ‘Diskpart Successfully Formated The Volume‘ আসা পর্যন্ত অপেক্ষা করবেন।
৯। সবশেষে পর পর দুই বার ‘Exit‘ কমান্ড লিখে এন্টার প্রেস করুন। কমান্ড প্রোম্পোড দিয়ে ফরম্যাট হবেই, ইনশাল্লাহ।