ডোমেইন কি:
ডোমেইন হচ্ছে কোনো একটি ওয়েবসাইয়ের নাম। ধরুন গুগলের ওয়েবসাইটে www. google. com এখানে google হচ্ছে ডোমেইন আর. com extension আসুন আর একটু সহজ ভাবে বুঝার চেষ্টা করি। মনে করুন আপনি একটি বিজনেস নতুন করে শুরু করলেন। আপনি তাহলে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে এই বিজনেস জন্য সঠিক এবং সুন্দর নাম একটি নাম সিলেক্ট করা। এবং নাম নির্বাচন করা হয়ে গেলে এবার আপনি চাইবেন নামটা যেন আর কেউই ব্যবহার করতে না পারে অর্থাৎ যেনো দ্বিতীয় বার এই নাম ব্যবহৃত না হয় এবং এজন্য আপনি এই নামে ব্যবসাটিকে ট্রেড লাইসেন্স করে নিলেন। তাহলে এখন এই নামটি আপনি আপনার ব্যবসার জন্য সঠিক ভাবে ব্যবহার করতে পারবেন। এই বিষয়টিই অনলাইনে ডোমেইন কিনা। ডোমেইন বেচা-কেনা করে ইনকাম করতে পারেন প্রচুর টাকা।(এ সম্পর্কে পরবর্তীতে ব্লগ লিখা হবে।তাই নিউজলেটার এ সাবস্ক্রাইব করে রাখুন)

ডোমেইন দৈর্ঘ্যঃ
ডোমেইন নাম এর দৈর্ঘ্য অবশ্যই ৬৩টি letter এর মধ্যে হতে হবে। অনুমোদিত অক্ষরঃ ইংরেজি অক্ষর, a থেকে z, (ছোট হাতের অক্ষর/small letter) সংখ্যাসূচক অক্ষর(numeric) 0 থেকে 9 এর মধ্যে ড্যাশ (-) ব্যবহার করা যাবে কিন্তু ডোমেন নাম অবশ্যই একটি আলফানিউমেরিক লেটার দিয়ে শুরু ও শেষ হবে। প্রথম এবং শেষ অবস্থানে ড্যাশ অনুমোদিত নয়। ডোমেইনের একের অধিক অংশ থাকে। একটিতে নাম অন্যটি এক্সটেনশন। যেমন www.anytechbd.com এখানে www হোষ্ট এর নাম, anytechbd হল ডোমেইন নাম এবং .com হল এক্সটেনশন। ওয়েবসাইটের ধরণ অনুযায়ী বিভিন্ন ধরনের এক্সটেনশন হয়ে থাকে। যেমনঃ .com কোম্পানি ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয় তবে এটিই বহুত ব্যবহৃত। .net এক/একাধিক নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়ে থাকে। .org অর্গানাইজেশন/সংগঠন এর সাইটের জন্য ব্যবহৃত হয়। .info ব্যক্তিগত কিংবা তথ্যভিক্তিক ওয়েবসাইটের জন্য। .me পোর্টফলিও ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়। ডোমেইন এর ধরনঃ ডোমেইন বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন TLD, gTLD, SLD, ccTLD ইত্যাদি।
নতুনদের উদ্দেশ্যে যারা ডোমেইন কিনবেন তাদের জন্য কিছু কথা লিখতে চাই!
হুট করে কোন ডোমেইন রেজিস্ট্রেশন করবেন না। দরকার হলে এক মাস ধরে বিভিন্ন ভাবে রিসার্চ করে(এটি সরাসরি কোনো কিওয়ার্ড কিনা বা মনে রাখার এবং উচ্চারণ করতে সহজ কিনা তা অবশ্য-বিবেচ্য বিষয়) করে একটা ডোমেইন কিনুন। খেয়াল রাখবেন ডোমেইনটি যেন পাঁচ অক্ষরের ভিতর হয় আর ভালো নাম হলে ৬ অক্ষরের ভিতরে যাবেন। পাঁচ বা ছয় অক্ষরের কমের ভিতর পেলে তো আরো ভালো। .com/.xyz/.net/.org/.info সব সময় এই টিএলডি গুলোর ভিতরে থাকার চেষ্টা করবেন। ক্ষেত্র বিশেষ বিভিন্ন টিএলডি সাথে মিল থাকে এমন যেকোন টিএলডি আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। শুধুমাত্র নিজের দেশকে টার্গেট করে ডোমেইন ইনভেস্ট করা ঠিক নয়। তবে নিজের ব্যবসার উদ্দেশ্যে হলে অন্যকথা। কোন কিছু জানার থাকলে এই পোস্টের কমেন্ট বক্সে বলতে পারেন।
Post Tags
ডোমেইন হোস্টিং
ডোমেইন হোস্টিং কি
ডোমেইন হোস্টিং ব্যবসা
ডোমেইন হোস্টিং এর দাম
ডোমেইন হোস্টিং অফার
ডোমেইন হোস্টিং বাংলাদেশ
ডোমেইন হোস্টিং কেনা
ডোমেইন হোস্টিং সম্পর্কে
ফ্রি ডোমেইন হোস্টিং
ডোমেইন ও হোস্টিং ব্যবসা
ডোমেইন ও হোস্টিং কি
ডোমেইন ও হোস্টিং এর মধ্যে পার্থক্য
ডোমেইন ও হোস্টিং
ডোমেইন এবং হোস্টিং কি
কিভাবে ডোমেইন হোস্টিং ব্যবসা শুরু করবেন
ডোমেইন এবং হোস্টিং এর দাম
ডোমেইন রেজিস্ট্রেশন করার পর বানান ভুল হলে কি করবেন ?
জেনে নিন। অনেক সময় আমরা ভুল করে ডোমেইন রেজিস্ট্রেশন করে ফেলি দেখা যায় বানান ভুল হয়ে যায়। এ ক্ষেত্রে অনেকেই হতাশ হয়ে ভাবে কি করবে ভুল বানানের ডোমেইন নিয়ে। আমরা হয়ত অনেকেই জানি না আমরা চাইলে আমাদের রেজিস্ট্রাশন করা ভুল বানানের ডোমেইনটি ফেরত দিতে পারি। রেজিস্টার ভেদে ডোমেইন ফেরত দেওয়ার সময়সীমা ভিন। Godaddy 48 hour সময় দেয় ডোমেইন দেরত দিয়ে টাকা refund করে আবার কেনার। Namecheap সাধারণত 7 Hour সময়সীমা বেধে দেয় যদি আপনি কোন সদ্য রেজিস্ট্রেশন করা ডোমেইন ফেরত কোনো সমস্যায় ফেরত দিতে চান। বাংলাদেশের সেরা ডোমেইন-হোস্টিং প্রোভাইডার HostingNibo এর রয়েছে বিশেষ সুবিধাজনক পদ্ধতি। Epik ৫ দিন পর্যন্ত সময় দেয় আপনার নতুন রেজিস্ট্রেশন করা ডোমেইন ফেরত দিয়ে আবার অন্য একটা কিনতে ।আরও অনেক রেজিস্টার ডোমেইন রিফান্ড করে। নোটঃ * ডোমেইন ফেরত দেয়ার ক্ষেত্রে শুধুমাত্র ICANN চার্জ কেটে রাখা হয় সর্বোচ্চ 0.50$ * উক্ত বিষয় গুলো gTLD ক্ষেত্রে প্রযোজ্য।

আর্টিকেল ক্রেডিটঃ চয়ন মোল্লা ভাই।
Focus Keywords: বিকাশ দিয়ে পেজ প্রোমোট, বিকাশ দিয়ে টাকা আয়, ডোমেইন হোস্টিং, হোস্টিং কি,
Informative Article . keep posting
Thanks brother..
Please read my articles too
https://mohiuddinrahman.com/7-most-important-seo-tips-that-must-have-in-your-blog/
Best one, Thanks for share.
Thanks for your comment..!