আজকের ব্লগটির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর বা আপনার পছন্দের সাইট বা যেকোন সাইটের গুগলের এর যেকোন টপিক/লিংকে সেই ওয়েবসাইটের র্যাংক দেখতে পারবেন।
যেমন ধরুন video তে আপনার ওয়েবসাইটের গুগল র্যাংকিং কতো? এখানে এটি জানতে আমাদের একটি chrome extension এর ব্যবহার করতে হবে। আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নেই শুধু এক্সটেনশন ইন্স্টল করে নিলেই হবে কিন্তু মোবাইলে আপনাকে Yandex ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে.

১।প্রথমে Yandex ব্রাউজার এ গিয়ে লিখুন Fatrank extension। এটি লিখে সরাসরি এন্টার প্রেস করে দিন।
২।এরপর আপনি সার্চ রেজাল্টের প্রথমে যেই লিংক টা দেখতে পাচ্ছেন, সেটিতে ক্লিক করে দিন।
৩।এরপর ডানে গিয়ে একটা অপশন দেখবেন add to chrome…সেটায় ক্লিক করে দিলে এড হয়ে যাবে।
৪।এড হয়ে গেলে আপনার সেই ওয়েবসাইট বা আপনি যে সাইটের কোন বিষয়ে র্যাংক টা দেখতে চান সেটায় যান।
৫।এরপর ৩ ডট মেনুতে ক্লিক করে “Extension” এ ক্লিক করেন।
৬।তারপর আপনার যুক্ত করা সব extension গুলো দেখাবে,তো আপনি এখান থেকে Fatrank টায় ক্লিক করে দেন।
>৭।ক্লিক করার পর আপনাকে যেকোন একটা মেইল এড্রেস দিতে হবে,, (কোন ভেরিফিকেশন করতে হবে না)
৮।তারপর ”get started” এ ক্লিক করে দিন।
<span;>৯।তারপর আপনাকে কোন বিষয় লিখতে হবে, আপনি যেহেতু টেকওয়েবসাইট টা দেখাচ্ছি তো আমি এখানে bangla tips and trick লিখে দিলাম।
<span;>১০।তারপর ”check” নামের অপশনে ক্লিক করে দিবেন।
১১।তো ফাইনালি দেখাচ্ছে উমুক ওয়েবসাইট #1 in bangla tips and trick….মানে উক্ত ওয়েবসাইটটি #১ এ আছে বাংলা টিপস এবং ট্রিক কিওয়ার্ড এ।