আজকের ব্লগের বিষয় অনলাইনে ইনকাম করার কিছু পথ। ২০২০ সালে বাংলাদেশ থেকে অনলাইনে আপনি বিভিন্ন ভাবে ইনকাম করতে পারবেন।
১।ইউটিউবঃ
এতো বেশি টিউটোরিয়াল আর ইউনিক আইডিয়া আছে যে আমার আর এ ব্যপারে লিখা লাগবে না।
২।ব্লগিং/আর্টিকেল লিখাঃ
ব্লগিং করা মামে অনলাইনে লিখা। আর কোনো কন্টেন্ট লিখাকেই আর্টিকেল লিখা বলে।শব্দ গুলো সমার্থক।আপনি ফাইবার,আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার ডট কমে আর্টিকেল লিখে যেমন ইনকাম করতে পারবেন তেমনই নিজে ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে পারবেন।শুধু ১৭০ টাকায় ডোমেইন কিনে ফ্রি হোস্টিং দিয়ে কিংবা ২২০ টাকায় ১ জিবি হোস্টিং সহ ডোমেইন কিনে নিজেই ওয়েবসাইটের মালিক হতে পারবেন।
@তবে তার আগে জেনে নেই ব্লগিং থেকে ইনকামের আরেকটু বিস্তারিত।

★ এফিলিয়েট মার্কেটিংঃ
সহজ ভাবে বললে আপনি কোনো কোম্পানির থেকে একটা নির্দিষ্ট কোড নিলেন। এবার অই কোড টা কাউকে দিলেন। এভাবে যারা অই কোড ব্যবহার করে কোম্পানি থেকে কিছু কিনবে তখন আপনি একটা নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। এখন আসি অনলাইন ব্যাপারে। একটা ওয়েবায়াইট আপনাকে একটা নির্দিষ্ট লিংক দিলো অই লিংকে ক্লিক করে কেউ অই ওয়েবসাইট সাইন আপ করলে আপনি তার কমিশন পাবেন। আরো পড়ুনঃকিভাবে ফ্রি ওয়েবসাইট বানিয়ে ইনকাম করা যায়?
★এডসেন্স কিংবা এড বসিয়েঃ
সাধারণত টিভি চ্যানেল যেভাবে বিজ্ঞাপন থেকে আয় করে এডসেন্স কিংবা এড বসিয়ে আয় করা ঠিক তেমনই। এইভাবে আপনি ইউটিউব আর ওয়েবসাইট দুই ভাবেই আয় করতে পারবেন।
★প্রশ্ন উত্তর এর মাধ্যমেঃ
ধরেন আপনি একজন শিক্ষক। খুব ভালো জানেন কোনো সাব্জেক্ট এ। এখন আপনি অনলাইনে ক্লাস না নিয়ে শুধু প্রশ্নের উত্তর দিয়েও আয় করতে পারবেন।এরকম একটি ওয়েবসাইট QuesAns অনলাইনে তথ্য প্রযুক্তি বিষয়ক আর্টিকেল পড়ুনঃ Sayed Sarkar Com
★গ্রাফিক্স ডিজাইনঃ
অনলাইনে ঘরে বসে আয়ের ক্ষেত্রে গ্রাফিকস ডিজাইন একটি ভালো উপায়। যারা এই কাজে দক্ষ, তারা বিভিন্ন ডিজাইন বিষিয়ক অনলাইন মার্কেটপ্লেসগুলোতে তাদের নিজেস্ব ডিজাইন দিয়ে রাখেন। সেখান থেকে তাদের ডিজাইনগুলো ক্রেতাদের পছন্দ হলে কিনে নেয়। গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কোর্স আছে সেগুলো কিনে আবার কেউ ফ্রিতে দিলে অইখান থেকে নিয়ে ট্রাই করতে পারেন।
★ ডাটা এন্ট্রিঃ
ডাটা এন্ট্রি করে ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশিদের তৈরী কাজকি কিংবা ফাইবার/আপওয়ার্ক এ কাজ খুজে নিবেন।
অনলাইনে Word,Exel,PDF কনভার্ট করুন
★ পিটিসিঃ
আপনি বিজ্ঞাপনে ক্লিক দিলে কেউ টাকা দিবে আপনাকে। তবে এক্ষেত্রে বেশিরভাগ ভুয়া হয়। আগে উক্ত ওয়েবসাইটের whois information চেক করে লিগেল মনে হলে নিবেন। আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে।
সবশেষেঃ আজকে পোস্ট দেখে হুট করে ঝাপিয়ে পরলে ইনকাম হবেনা। আমি রাস্তা দেখালাম আপনি হাটতে পারেন।🖤
ভাই অনলাইনে আয় করতে চাইলে এই লিংক টা দেখতে পারেন।
সবচেয়ে সহজ উপায়।