পিএইচপির বিস্তারিত জানবো আজকের আর্টিকেল এ
পপুলারিটিঃ Back End বা (সার্ভার সাইড) ওয়েব ডিজাইন/ডেভলপমেন্টে এর জন্য পিএইচপি বেশ অনেক আগের থেকে জনপ্রিয়। Facebook, Yahoo, Wikipedia, WordPress এর মতো বড় বড় প্রতিষ্টান তাদের মূল ওয়েবসাইট সহ বিভিন্ন কাজে পিএইচপি ইউজ করে। এছাড়াও বর্তমানএ ওয়েব প্রযুক্তির প্রায় ৭৪% স্থানে পিএইচপির দখল রয়েছে।
ক্যারিয়ারঃ আমাদের দেশে পিএইচপির দাম কেমন তা বলা যায়না । তবে ক্যারিয়ার হিসেবে PHP’র এখনই বেশ চাহিদা রয়েছে। যারা নিজেকে ওয়েব ডেভেলপার হিসেবে দেখতে চান কিংবা ওয়েবডেভলপমেন্ট এবং ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার করতে চান তারা খুব সহজেই অল্প সময়ে একজন PHP ডেভেলপার হতে পারেন।
পিএইচপির বাংলা পিডিএফ পড়ুন এখানে
বর্তমানএ PHP এর ফ্রেমওয়ার্কগুলোর মাঝে অন্যতম লারাভেল(Laravel) এবমহ একথা না বললেই নয় এর ব্যবহার ও চাহিদার ব্যাপক, যা ক্যারিয়ারে পিএইচপির সুনিশ্চিত ভবিষ্যতের কথা মনে করিয়ে দেয়।
PHP এর ভবিষ্যৎ কেমন?
এইসময়ের সবচেয়ে জনপ্রিয় একটি পেশা যার লোকাল মার্কেটের পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসএও এর চাহিদা অনেক বেশি। বর্তমান ওয়েবসাইট এর পরিমাণ প্রায় ১,৭৪৪,৫১৭,৩২৬ ।এই তালিকাটিতে প্রত্যেকদিনই যুক্ত হচ্ছে হাজার হাজার ওয়েবসাইট। নতুন ওয়েবসাইট ডেভেলপমেন্ট/ডিজাইন কিংবা পুরাতন ওয়েবসাইটে নতুনভাবে ফাংশনালিটি যোগ করার জন্য প্রয়োজন ভালমানের দক্ষ ডেভেলপার।
স্বল্প মুল্যে ডোমেইন কিনে ব্যবসা করার উপায় জানতে পড়ুন এখানে
আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট এ ক্যারিয়ার শুরু করতে পারেন। এখানের সম্ভাবনাও তাই অনেক বেশিই! জনপ্রিয় মার্কেটপ্লেস Odex যা বর্তমানে upwork নামে পরিচিত, প্রায় সবসময়ই ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজ থাকে। এ সংশ্লিষ্ট ৪১৯৯টা জব আছে শুধু মাত্র ফ্রিল্যান্সারেই । ঘণ্টাপ্রতি গড় রেট ২৫ – ১৫০ ডলার এর বেশি। কাজের রেইট দেখলেই বুঝা যায় কাজের চাহিদা বাড়ছে নাকি কমছে। বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ওয়েব প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগে তাদের দক্ষতা দেখিয়ে কাজও পাচ্ছেন বেশ ভালো। তো বুঝতেই পারছেন ক্যারিয়ারের ভবিষ্যৎ কেমন হতে পারে!